ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রামগঞ্জের জনতা ব্যাংকে রহস্যজনক ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
রামগঞ্জের জনতা ব্যাংকে রহস্যজনক ডাকাতি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে নৈশপ্রহরীকে অচেতন করে জনতা ব্যাংক শাখায় রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ২০ লাখ ৪৭ হাজার ৯১৯ টাকা লুট করে নিয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে নৈশ প্রহরী মোবারক হোসেনকে (৬৫) অচেতন অবস্থায় ব্যাংক থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে ধারনা কর‍া হচ্ছে শুক্রবার (০৭ এপ্রিল) রাতের কোনো এক সময় ব্যাংকে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ব্যাংকের সিসি ক্যামেরাও ভেঙ্গে ফেলা হয়। তবে বিষয়টি ডাকাতি না অন্য কিছু তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।

খবর পেয়ে দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কর্মকর্তা ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংক সূত্র ও স্থানীয়রা জানান, শনিবার বেলা ১২টার দিকে ব্যাংকের দারোয়ান শাহজাহান ও নৈশ প্রহরী মোবারককে অচেতন অবস্থায় দেখে কর্মকর্তাদের খবর দেন। পরে ব্যাংক কর্মকর্তা ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে নৈশপ্রহরী মোবারক হোসেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অবস্থার অবনতি দেখে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফিরেনি বলে জানা গেছে।

জনতা ব্যাংক রামগঞ্জ শাখার ব্যবস্থাপক আরমান হোসেন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ব্যাংকের সিসি ক্যামেরা ভাঙ্গা রয়েছে। বৃহস্পতিবার হিসাব শেষে ব্যাংকের ভল্টে ২০ লাখ ৪৭ হাজার ৯ ১৯ টাকা রাখা হয়েছিলো। ভল্টের ওই টাকা পাওয়া যায়নি। এ বিষয়ে ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, বিষয়টি রহস্যজনক। ঘটনাটি চুরি, ডাকাতি নাকি অন্য কিছু তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘন্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ