ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ হাজার কেজি পাঙ্গাস পোনা-জাটকা জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
চাঁদপুরে ২ হাজার কেজি পাঙ্গাস পোনা-জাটকা জব্দ ২ হাজার কেজি পাঙ্গাস পোনা-জাটকা জব্দ-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি দ্বিপরাজ ও এমভি জাহিদ-৩ থেকে ১ হাজার ৯২০ কেজি পাঙ্গাস পোনা ও ৮০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে জব্দকৃত পাঙ্গাস পোনা ও জাটকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা ও মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে কোস্টগার্ড টহল দলের সদস্যরা এসব পাঙ্গাস পোনা ও জাটকা জব্দ করেন।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্যাহ বাংলানিউজকে বলেন, জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ৩ লাখ ১২ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ