ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

তরুণরা প্রযুক্তি বিদ্য‍া পেলে জঙ্গিবাদে যুক্ত হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
তরুণরা প্রযুক্তি বিদ্য‍া পেলে জঙ্গিবাদে যুক্ত হবে না তরুণরা প্রযুক্তিগত বিদ্যা অর্জন করলে জঙ্গিবাদে যুক্ত হবে না

চাঁদপুর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুণ-তরুণীরা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠে, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী লার্নিং ও আর্নিং প্রকল্প চালু করেছেন। কারণ তরুণরা প্রযুক্তিগত বিদ্যা অর্জন করলে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদে যুক্ত হবে না।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আইসিটি শিক্ষক এবং এলইডিপি প্রকল্প থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দরিদ্র মেধাবী যুবকদের মধ্যে লার্নিং ও আর্নিং প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আরও ১৫ হাজার ল্যাপটপ বিলি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক ও কোম্পানির সঙ্গে সুদবিহীন ক্রয় করার চুক্তি হচ্ছে। যা বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে আর্নিং এর মধ্য থেকে পরিশোধ করবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, লার্নিংয়ের মাধ্যমে তোমাদের অনেকেই আর্নিং শুরু করেছে। তোমরা যে স্বপ্ন লালন করছো, তা তোমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগালে কারও কাছে চাকরির জন্য ঘুরতে হবে না। বরং তোমরাই অনেক বেকার যুবককে কাজে লাগাতে পারবে।

আলোচনা শেষে দরিদ্র মেধাবী চার শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন জুনাইদ আহমেদ পলক।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই, মো. মাসুদ হোসেন (সাধারণ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাৎ হোসেন,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জীবন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ