শনিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার হাউলি কেউটিল গ্রামের অলিমুদ্দিন সরদারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় সোহাগ ব্যাপারি নামে অপর এক মাদক বিক্রেতা পালিয়ে যান।
আটক আনিছ জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের আহলাদীপুর গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে ও পলাতক সোহাগ কল্যাণপুর গ্রামের খোকন ব্যাপারির ছেলে।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে জানান, ইয়াবাসহ হাউলি কেউটিল গ্রামে অলিমুদ্দিন সরদারের বাড়িতে অবস্থান করছেন আনিছ ও সোহাগ। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সোহাগ কৌশলে পালিয়ে গেলেও ২৫০ পিস ইয়াবাসহ আনিছকে আটক করা হয়।
এ ঘটনায় দু’জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরবি/