ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সম্পর্কের সব বিষয় সমন্বয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ঢাকা-দিল্লি যৌথ ঘোষণায় সম্পর্কের সব বিষয় সমন্বয় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

দিল্লি থেকে: বাংলাদেশ ও ভারতের যৌথ ঘোষণার ৬২ অনুচ্ছেদে এসেছে সম্পর্কের সব বিষয়।

প্রধানমন্ত্রীর ভারত সফর উপলক্ষে এক যৌথ ঘোষণা দিয়েছে দুই দেশ। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এই ঘোষণার ৬২ অনুচ্ছেদে দ্বিপাক্ষিক সম্পর্কের সব বিষয়ের সমন্বয় ঘটানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক শনিবার (০৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, চিন্তার মধ্যে আসে এমন সব বিষয়ই এই যৌথ ঘোষণায় রয়েছে। এর মধ্য দিয়ে উভয় দেশ তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পথে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

এদিন সন্ধ্যায়ই আনুষ্ঠানিকভাবে যৌথ ঘোষণাটি প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আইএ/এমএমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ