ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে শিক্ষকসহ ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
বাঞ্ছারামপুরে শিক্ষকসহ ৩ জনের কারাদণ্ড

ব্রা‏হ্মণবাড়িয়া: ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা চলাকালে মোবাইলের মাধ্যমে নকল সরবরাহের দায়ে এক শিক্ষকসহ তিন জনকে দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ড. রওশন আলম কলেজের সমাজ কল্যাণ বিষয়ের শিক্ষক কেএম কায়সার, স্থানীয় জগন্নাথপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রিয়াজ হোসেন ও ফরদাবাদ গ্রামের আবদুল বাতেনের ছেলে নূর মোহাম্মদ।

আদালত সূত্র জানায়, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বাইরে থেকে রিয়াজ হোসেন ও নূর মোহাম্মদ মোবাইলের মাধ্যমে হল পর্যবেক্ষক কে এম কায়সারের কাছে নকল সরবরাহ করছিলেন। বিষয়টি বুঝতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের তিন জনকে আটক করেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেম সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ