শনিবার (০৮ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউশন এ সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনলোজি (এসএমআইটি) আয়োজিত জব প্লেসমেন্ট সেলিব্রেশন-২০১৭ শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার সময় মোট শিক্ষার্থীদের ১ শতাংশ ছিলো কারিগরি শিক্ষার্থী।
বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে উল্লেখ করে নূরুল ইসলাম নাহিদ বলেন, এর মধ্যে বেশি উন্নতি হয়েছে কারিগরি শিক্ষায়। ফলে দেশে শিক্ষিত বেকার সংখ্যা কমছে। কারিগরি শিক্ষা শেষ হতে না হতেই চাকরি পাচ্ছে।
তিনি আরো বলেন, এ ধারা অব্যাহত থাকলে দেশের শিল্প কারখানায় বিদেশিদের চাকরি দিতে হবে না। দেশের শিক্ষার্থীরা চাকরি পাবে। কর্মসংস্থান বাড়বে। ফলে বেকারত্বের কারণে বিয়ে না হওয়া ছেলেদের বিয়ে হবেও হলে মনে করেন শিক্ষামন্ত্রী।
এসএমআইটির চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও অতিরিক্ত সচিব মো.আবুল কালাম আজাদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহা-পরিচালক অশোক কুমার বিশ্বাস, বিশ্বব্যাংকের স্কিল অ্যান্ড ট্রেনিং এনহান্সমেন্ট প্রজেক্টের প্রকল্পের পরিচালক এবিএম আজাদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে ২৫-৩০ জন শিল্প উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
এমএফআই/আরআইএস/আরআই