শনিবার (০৮ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, সম্প্রতি সিলেটের মৌলভীবাজারে দু’টি আস্তানা থেকে পাওয়া দু’টি পিস্তল খুব একটা কার্যকর মনে হয়নি।
তিনি বলেন, অভিযানে যে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে এবং জঙ্গিরা নিজেদের উড়িয়ে দেওয়ার কাজে যেগুলো ব্যবহার করেছে তা আগের চাইতে পরিমাণ বেশি কিন্তু শক্তি কম। কয়েকটি বোমা মিলে একটি বোমা তৈরি করা হচ্ছে।
তিনি আরো বলেন, গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত বেশকয়েকটি অভিযান পরিচালনা করার ফলে সংগঠনের অনেকেই গ্রেফতার হয়েছে। সাংগঠনিক পর্যায়ে ভিত্তি ছিল জুলাই পর্যন্ত তাও অনেকটাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফলে নেতৃত্ব শূন্যতার কারণে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর নেতারাই শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেয়।
অভিযানগুলোর ফলে তারা আবারো বড় রকমের ধাক্কা খাওয়ায়, তাদের শক্তি সামর্থ্য অনেকটাই কমে গিয়েছে তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি। কোনো কোনো সংগঠনের নেতাদের এখনো গ্রেফতারের আওতায় আনা সম্ভর হয়নি। এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান মনিরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরএটি/এসআরএস/আরআই