ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

জঙ্গিদের বিস্ফোরকের পরিমাণ বেশি হলেও শক্তি কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
জঙ্গিদের বিস্ফোরকের পরিমাণ বেশি হলেও শক্তি কম

ঢাকা: সম্প্রতি জঙ্গিদের কাছে বিস্ফোরক দ্রব্যের সরবরাহ বেশি থাকলেও তা শক্তির দিক দিয়ে কম এবং অস্ত্রের সরবরাহ ও ব্যবহার আগের মত হচ্ছে না বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
 
সিটিটিসি’র প্রধান মনিরুল ইসলাম জানান, সম্প্রতি সিলেটের মৌলভীবাজারে দু’টি আস্তানা থেকে পাওয়া দু’টি পিস্তল খুব একটা কার্যকর মনে হয়নি।

আগের হামলাগুলোতে ব্যবহার করা হয়েছিল ‘একে টুয়েন্টি টু’। আর এখন যে পিস্তল পাওয়া যাচ্ছে সেগুলোর মান এবং গুণ আগের চাইতে কম।
 
তিনি বলেন, অভিযানে যে বোমাগুলো বিস্ফোরিত হয়েছে এবং জঙ্গিরা নিজেদের উড়িয়ে দেওয়ার কাজে যেগুলো ব্যবহার করেছে তা আগের চাইতে পরিমাণ বেশি কিন্তু শক্তি কম। কয়েকটি বোমা মিলে একটি বোমা তৈরি করা হচ্ছে।  
 
তিনি আরো বলেন, গত বছর ডিসেম্বর মাস পর্যন্ত বেশকয়েকটি অভিযান পরিচালনা করার ফলে সংগঠনের অনেকেই গ্রেফতার হয়েছে। সাংগঠনিক পর্যায়ে ভিত্তি ছিল জুলাই পর্যন্ত তাও অনেকটাই ছিন্ন ভিন্ন হয়ে যায়। ফলে নেতৃত্ব শূন্যতার কারণে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর নেতারাই শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেয়।
 
অভিযানগুলোর ফলে তারা আবারো বড় রকমের ধাক্কা খাওয়ায়, তাদের শক্তি সামর্থ্য অনেকটাই কমে গিয়েছে তবে নিশ্চিহ্ন হয়ে যায়নি। কোনো কোনো সংগঠনের নেতাদের এখনো গ্রেফতারের আওতায় আনা সম্ভর হয়নি। এ বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান মনিরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরএটি/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ