ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ আহত ৫

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদ্রাসার ছাত্রসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার উত্তর মকরদজ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাদ্রাসার ছাত্র মামুনুর রশিদ (১৮), আবদুস শহিদ (৬০), মো. মাসুদ (২২), খোরশেদা বেগম (৫০), আবদুল অদুদ (৫৫)।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য। এদের মধ্যে মামুনুর রশিদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, প্রতিপক্ষ মনিরের সঙ্গে অদুদের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে অদুদ বাড়ি নির্মাণ শুরু করে। বাড়ি নির্মাণের প্রথম দিকে বাধা না দিলেও বিকেলে প্রতিপক্ষ মনিরের ছেলে রাকিব তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই ৫ জন আহত হন।

চন্দ্রগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ