ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ডাস্টবিনে নবজাতক, দত্তক নিল দম্পতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ডাস্টবিনে নবজাতক, দত্তক নিল দম্পতি ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ভূমিষ্ট হয়েই ডাস্টবিনে জায়গা হয়েছে এক নবজতক কন্যার। শুধু তাই নয়, জন্মের পর শিশুকে গলাটিপে হত্যার চেষ্টাও করা হয়েছে। গলায় রয়েছে অসংখ্য আঘাতে চিহ্ন। হতে পারে সে কোন অবৈধ ফসল। তবে প্রবাদ আছে `রাখে আল্লাহ মারে কে’। ভাগ্যের জোরে সাংবাদিকদের হস্তক্ষেপে সেই নবজাতক শিশুটির জায়গা হয়েছে আরেক মায়ের বুকে। ইতোমধ্যে ওই নবজাতককে দত্তক নিতে এক দম্পতি সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এ  ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লায়।

ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ বলেন, ৭ এপ্রিল শুক্রবার রাত ৯টায় মেকানিক আলমগীর মিয়া ফতুল্লা ডিআইটি মাঠের পাশ দিয়ে হেঁটে বাসায় যাচ্ছিলেন। হঠাৎ ডাস্টবিনের ভেতর থেকে শিশুর কান্না শুনে থমকে যান তিনি।

ডাস্টবিনে তল্লাশি করে দেখেন একটি বাজারের চটের থলে থেকে ওই কান্নার শব্দ আসছে। থলে খুলতেই বের হয়ে আসে সদ্য ভূমিষ্ট এক নবজাতক কন্যা। ওই ডাস্টবিনটি প্রেসক্লাবের কাছাকাছি হওয়ায় আলমগীর মিয়া আমাদের ক্লাবে এসে আমাকে জানায়। এরপর অন্যান্য সাংবাদিকদের নিয়ে নবজাতকটিকে উদ্ধার করে থানা নিয়ে যাওয়া হয়। পরে থানা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। সেই আলমগীর হোসেনই নবজাতককে দত্তক নিতে একটি জিডি করেছেন।

১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের দোতলায় লেবার ওয়ার্ড-১ এর দায়িত্বরত চিকিসৎক জহিরুল ইসলাম জানান, শিশুটি খোলা আকাশের নীচে পড়ে ছিল। তাই ঠাণ্ডা লেগে গেছে। ধারণা করছি, শিশুটিকে জন্মের পর গলাটিপে হত্যার চেষ্টা করা হয়েছে। মারা গেছে মনে করেই ডাস্টবিনে ফেলে গেছে। প্রকৃতপক্ষে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলেছিল। গলায় অসংখ্য দাগ রয়েছে। তাই পর্যবেক্ষণের প্রয়োজনে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
 
আলমগীর জানান, তিনি ফতুল্লা চৌধুরী বাড়ির ভাড়াটিয়া। তার স্ত্রীর নাম লিপি বেগম। তিনি পেশায় একজন মেকানিক। তার একটি ছেলে সন্তান আছে। মেয়ে সন্তান না থাকায় তিনি নবজাতকটিকে দত্তক নিতে আবেদন করেছেন। তার আবেদনে শুক্রবার রাতেই পুলিশ ও একজন নির্বাহী ম্যাজিস্টেট্র আইনগত কার্য সম্পন্ন করেছেন। শিশুটি অসুস্থ থাকায় এখন পর্যন্ত হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ