নিহতের মা আকলিমা বেগম সাংবাদিকদের জানান, গত ৩ এপ্রিল বিকেলে খোলাডাঙ্গা এলাকা থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন রাজিবকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ মারফত জানা যায়, রাজিব পুলিশের হ্যান্ডকাফ খুলে পালিয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বাংলানিউজকে বলেন, শনিবার ভোর রাতে খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক যুবককে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি হাত বোমা, দুটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এক প্রশ্নের উত্তরে ওসি বলেন, হত্যা, মাদকসহ ১০টি মামলার আসামি রাজিব গত ৫ এপ্রিল পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
আরআই