ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

সেনা কর্মকর্তার মামলায় চার ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
সেনা কর্মকর্তার মামলায় চার ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিলেট: সিলেটে সেনা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে হামলার ঘটনায় সাত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা (নং-৬ (৪)’১৭) দায়ের করা হয়। শনিবার (৮ এপ্রিল) দুপুরে মামলাটি দায়ের করেছিলেন জালালাবাদ সেনানিবাসে কর্মরত মেজর আব্দুল আজিজ।

মামলা দায়েরের পর বিকেলে এজাহার নামীয় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো আসাদুজ্জামান খান জুয়েল, হাবিবুর রহমান পাবেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমেদ।

গ্রেফতারকৃতরা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার গ্রুপের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর মীরের ময়দান কেওয়াপাড়া পড়শি ১১৯ নং বাসা থেকে প্রাইভেট কার যোগে বের হন মেজর আব্দুল আজিজ। এ সময় কারটিকে মোটরসাইকেলে করে ওভারটেক করার চেষ্টা করে কয়েকজন ছাত্রলীগ কর্মী।

তবে সরু রাস্তায় কারটিকে তাৎক্ষণিকভাবে অতিক্রম করতে না পারায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা এ সময় মেজর আজিজের ব্যবহৃত গাড়িতে ভাংচুর চালায়। বাধা দিতে গেলে ওই সেনা কর্মকর্তার গলায় ছুরিকাঘাতও করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা,, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ