মামলা দায়েরের পর বিকেলে এজাহার নামীয় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হলো আসাদুজ্জামান খান জুয়েল, হাবিবুর রহমান পাবেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমেদ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে মামলা দায়ের ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে নগরীর মীরের ময়দান কেওয়াপাড়া পড়শি ১১৯ নং বাসা থেকে প্রাইভেট কার যোগে বের হন মেজর আব্দুল আজিজ। এ সময় কারটিকে মোটরসাইকেলে করে ওভারটেক করার চেষ্টা করে কয়েকজন ছাত্রলীগ কর্মী।
তবে সরু রাস্তায় কারটিকে তাৎক্ষণিকভাবে অতিক্রম করতে না পারায় ক্ষুব্ধ হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা এ সময় মেজর আজিজের ব্যবহৃত গাড়িতে ভাংচুর চালায়। বাধা দিতে গেলে ওই সেনা কর্মকর্তার গলায় ছুরিকাঘাতও করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা,, এপ্রিল ০৮, ২০১৭
এনইউ/আরআই