ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

টিএসসির ছাদ থেকে যুগল আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
টিএসসির ছাদ থেকে যুগল আটক টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বহিরাগত যুগলকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাদ থেকে তাদের ধরা হয়। এর মধ্যে ছেলেটি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের আর মেয়েটি ঢাবির অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রী বলে থানা থেকে জানা যায়।

তারা দুজন টিএসসির ছাদে হাঁটাহাঁটি করছিলেন। পরে সন্দেহ হলে কর্মচারী ও প্রক্টরিয়াল বডি তাদের আটক করে শাহবাগ থানায় দেয়। ছেলের বাড়ি বগুড়ার শাহজাহানপুর। আর মেয়ের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।  

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, টিএসসির ছাদে তারা ছিলেন। ওখানে থাকলে যেকোনো সময় দুঘর্টনা ঘটতে পারে। সেজন্য তাদের সোপর্দ করা হয়েছে শাহবাগ থানায়, অভিভাবক না আসা পর্যন্ত সেখানে থাকতে হবে।

শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে থানায় দিয়েছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি ঘটনা কী।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
এসকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ