ভারতীয় শহীদ লেফটেন্যান্ট সমীর দাসের সম্মাননা নিতে এসে তার বৌদি কবিতা দাস আবেগাপ্লুত হয়ে এমনটাই জানালেন।
সমীর দাসের স্মৃতি রোমন্থন করে আশ্রুশিক্ত নয়নে কবিতা দাস বাংলানিউজকে বলেন, মাত্র ২৬ বছর বয়সে সে শহীদ হয়েছে।
তিনি বলেন, অনেকে মনে করেন ১৯৭১ সালে ২ থেকে ৬ ডিসেম্বরই শুধু যুদ্ধ হয়েছে ভারত-পাকিস্তানের। কিন্তু জানেন, আমার দেবর মাত্র ২৬ বছরের জন্মদিনে শহীদ হয়।
অনুষ্ঠান শেষ। সম্মাননা শেষ হলেও তারা বসে আছেন। প্রধানমন্ত্রী দু’জন চলে গেছেন। উপস্থিত অধিকাংশই আতিথেয়তা নিতে লবিতে যাচ্ছেন। অনেক অফিসারই ফোনে তার ড্রাইভারকে আগাম আসতে নির্দেশ দিচ্ছেন। কিন্তু অনুষ্ঠানে আসা সমীর দাসের পরিবারের সদস্যরা বসে আছেন। তাদের তাড়া নেই, নেই বাড়ি ফেরার তাগাদা।
তারা সম্মাননা পেয়ে অভিভূত। এতো দিন পরেও একটা দেশ মনে করেছে তাদের। কত কষ্টে জীবন পার করেছেন স্বামী হারা স্ত্রী, পুত্র-কন্যা ও স্বজনরা।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় বীর যোদ্ধাদের বাংলাদেশের পক্ষ থেকে সম্মাননা পেয়ে অভিভূত। শহীদদের স্বজনদের হাতে এ সম্মাননা তুলে দেন ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কার অসুস্থ স্ত্রী বলম বিনি এক্কা আসেন হুইল চেয়ারে। অনুষ্ঠান শেষে বাংলানিউজকে তিনি বলেন, এ সম্মাননা পেয়ে আসলেই খুব ভালো লাগছে।
সুবেদার মালকাত সিংয়ের স্ত্রী গুরুদেব সিং বলেন, তাকে ছাড়া এতোদিন আমি যে কষ্টে জীবন-যাপন করেছি, তা এতোটুকু হলেও লাঘব হলো এ সম্মননা পেয়ে।
নায়েক সুগন সিংয়ের স্ত্রী সামাত কাউওয়াল এক কথায় বলেন, আমার খুব ভালো লাগছে, তবে বড় কথা হলো আমার স্বামীর আত্মত্যাগে আজ বাংলাদেশ স্বাধীন।
স্কোয়াড্রন লিডার এ বি সামন্তের স্ত্রী অরুন্ধতী সামন্তকে বেশ উৎফুল্ল দেখালো এ সম্মনানা পেয়ে। বাঙালি এ নারী বললেন, আমি অভিভূত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যার পক্ষেই এমন একটা সম্মাননার ব্যবস্থা করা সম্ভব হয়েছে। আমার ছেলে শান্তুনু সামন্ত আজকের এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে গতকাল এখানে এসে পৌঁছেছে।
সামন্ত তার প্রতিক্রিয়ায় বলেন, আমি যখন আট বছর, তখন আমার বাবা শহীদ হন। দুঃখ তো রয়েছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতায় জীবন দেওয়ার জন্য অনেক মানুষের কাছ থেকে সম্মানও পাই।
বাংলাদেশ মোট ১ হাজার ৬৬৮ ভারতীয় শহীদকে সম্মাননা দিচ্ছে। এর মধ্যে শনিবার (৮ এপ্রিল) সাত শহীদের পরিবারকে শেখ হাসিনা সম্মাননা তুলে দেন। বাকিদের বিভিন্ন অনুষ্ঠানে পর্যায়ক্রমে এ সম্মাননা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
কেজেড/ওএইচ/টিআই
আরও পড়ুন
** মুক্তিযোদ্ধাদের জন্য মোদির তিন ঘোষণা
** ৪.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে ভারত
** প্রযুক্তিতে দু’দেশের তরুণপ্রজন্মকে যুক্ত করতে হবে
** মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদদের সম্মাননা দিলো বাংলাদেশ
** ভারত আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী
** এ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেবে
** তিস্তা ‘গুরুত্বপূর্ণ’: মোদি, শিগগির ‘সমাধান’: হাসিনা
** বাংলায় নববর্ষের শুভেচ্ছা জানালেন মোদি
** বাংলাদেশ-ভারত ২২ চুক্তি সই
** ভারতীয় সেনাদের সম্মাননার সিদ্ধান্ত হৃদয় ছুঁয়েছে
** হিন্দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন
** গান্ধীজি অনুপ্রেরণার প্রতীক, লিখলেন হাসিনা
** শেখ হাসিনাকে গার্ড অব অনার নয়াদিল্লিতে
** আজ আনুষ্ঠানিক অভ্যর্থনা, একান্ত বৈঠক ও চুক্তি স্বাক্ষর
**হাসিনার সঙ্গে সুষমা স্বরাজের সাক্ষাৎ
** প্রণব-মোদি-সোনিয়াদের জন্য ঝুড়ি ঝুড়ি উপহার হাসিনার
** আমি অভিভূত, বললেন প্রধানমন্ত্রী
** সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদি
** দিল্লিতে হাসিনার আগমনে মোদির চমক
** তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা
** দিল্লিতে হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদি
** নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** হাসিনার শহীদ সম্মাননা তালিকায় অংশুয়ার বদলে সুগন সিং
** প্রধানমন্ত্রীকে নিয়ে দিল্লির পথে ডানা মেললো আকাশপ্রদীপ
** দু’দেশের বন্ধুত্ব নতুন উচ্চতায় নেবে হাসিনার সফর
** ৬ মন্ত্রী ২৫ সচিবসহ ৩৫১ সফরসঙ্গী প্রধানমন্ত্রীর
**ভারতীয় ৭ শহীদের স্বজনদের ক্রেস্ট দেবেন প্রধানমন্ত্রী
** গুরুত্বপূর্ণ সফরে শুক্রবার দিল্লি যাচ্ছেন হাসিনা
** মমতা রাজি না হলে কেন্দ্রের সিদ্ধান্তে রফা তিস্তা ইস্যুর
** তিস্তায় কত জল!
** শেখ হাসিনার আগমন ঘিরে নয়াদিল্লিতে সাজ সাজ রব
** শহীদ সম্মাননা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলায়
** সোনিয়ার সঙ্গে রাহুলও আসছেন হাসিনা সাক্ষাতে
** ‘তিস্তার পানিবণ্টন চুক্তি অসম্ভব নয়’
**তিস্তা চুক্তির বিষয়ে আশাবাদী শেখ হাসিনা