ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ঝড়ের তাণ্ডবে ৫ দিন যাবৎ বিদ্যুৎবিহীন সোনাগাজী উপজেলা

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ঝড়ের তাণ্ডবে ৫ দিন যাবৎ বিদ্যুৎবিহীন সোনাগাজী উপজেলা ঝড়ে উপড়ে যাওয়া বৈদ্যতিক খুটি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোনাগাজী থেকে ফিরে: টানা পাঁচদিন যাবৎ বিদ্যুৎবিহীন দিনরাত পার করছেন ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজীর বেশিরভাগ ইউনিয়নের বাসিন্দারা।
 

গত সপ্তাহের মঙ্গলবার ও বুধবারের দু'দফা ঝড়ের কবলে প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুতের তার ছিড়ে পুরো উপজেলাই বিদ্যুতসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (০৮ এপ্রিল) বিকেলে উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বিদ্যুৎ না থাকায় পড়া-লেখায় বেঘাত ঘটছে এইচএসসি ও বিভিন্ন মাধ্যমিক স্কুলের টেস্ট পরীক্ষার্থীদের।

জরুরি প্রয়োজনে মোবাইল ফোনে দেশে-বিদেশে স্বজনদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে অনেকের। হাসপাতালে গিয়ে দেখা যায়, রোগীদের চরম দুর্ভোগ।

উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের এইচএসসি পরীক্ষার্থী আনোয়ার হোসেন নোবেল বাংলানিউজকে জানান, বুধবার থেকে তাদের এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে পরীক্ষার মধ্যে প্রতিদিন রাতে কুপি ঝালিয়ে পড়াশোনা করতে হচ্ছে। দ্রুত বিদ্যুৎসংযোগ দেওয়া না হলে এর প্রভাব সাধারণ শিক্ষার্থীসহ এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পড়বে।

মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বাংলানিউজকে জানান, ঝড়ের তাণ্ডবে ইউনিয়নের ভাদাদিয়া, জিৎপুরসহ বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সোনাগাজী পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মহিউদ্দিন মোহাম্মদ মোশাহেদ উল্লাহ বাংলানিউজকে জানান, দু'দফা ঝড়ে সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নের অন্তত ১শ’ টি স্পটের বিদ্যুতের তার ছিড়ে গেছে ৩১টি পিলার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সোনাগাজী উপজেলায় ২৫টি গ্রুপে ১০৬ জন কর্মকর্তা-কর্মচারী দিনরাত কাজ করছেন। আগামী দু' একদিনের মধ্যে বিদ্যুতসংযোগ স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, গত মঙ্গলবারে ঝড়ে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২ হাজার বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার চর শাহপুর এলাকায়। এখানে ৪’শ টিরও বেশি পরিবার ঘর হারিয়ে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ