শনিবার (০৮ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, রাতে ঢাকা-পাটুরিয়া সড়কের আড়পাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। ওই নারীর নামপরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
ওএইচ/