ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
মাধবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৫) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বটতলী বাজার এলাকা তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতার কামাল উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল ছামাদের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ, ২০০৮ সালে মাধবপুর থানার একটি মাদক মামলায় হবিগঞ্জ আদালতে যাবজ্জীবন সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ