শনিবার (০৮ এপ্রিল) রাত ৯ টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের বটতলী বাজার এলাকা তাকে গ্রেফতার করে মাধবপুর থানা পুলিশ। গ্রেফতার কামাল উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল ছামাদের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, রাতে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ, ২০০৮ সালে মাধবপুর থানার একটি মাদক মামলায় হবিগঞ্জ আদালতে যাবজ্জীবন সাজা হওয়ার পর তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ০৪২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
ওএইচ/