ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং/ছবি: ফেনীতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং

ফেনী: ফেনীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড লিডারশিপ ট্রেনিং’।

শনিবার (০৮ এপ্রিল) ফেনী শিল্পকলা একাডেমিতে এ ট্রেনিংয়ের আয়োজন করে দুর্বার ইয়ং ইন্টারপ্রেনিয়র, রিপেয়ার বাংলাদেশ ও এরশাদ নাহার ফাউন্ডেশন।

দুই পর্বের অনুষ্ঠানে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম অধিবেশন সভাপতি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার (চট্টগ্রাম) মো. বজলুল কবির ভূঁঞা।



দুর্বার ইয়ং ইন্টারপ্রেনিয়ের পাবলিক রিলেশন ডিরেক্টর এখলাস উদ্দিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফশিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন- ফেনী ন্যাশনাল কলেজের অধ্যক্ষ কর্নেল (অবসরপ্রাপ্ত) ছালেহ উদ্দিন খা‍ন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেনিং সেশনে দুর্বার ইয়ং ইন্টারপ্রেনিয়রের চেয়ারম্যান রহমত উল্লাহ সুমন ও প্রোগ্রাম সমন্বয়ক মোহাম্মদ শারীফের পরিচালনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রধান মোটিভেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত কর কমিশনার (চট্টগ্রাম) মো. বজলুল কবির ভূঁঞা।

প্রশিক্ষণ কর্মশালায় ফেনীর কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায়- ফেনীর তরুণ-তরুণীদের সঠিক পথ এবং ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার ছিলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এবং ইভেন্ট পার্টনার ছিলো ঘাঁস ফড়িং ইভেন্ট ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ