ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বরগুনায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৭
বরগুনায় প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা

বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় ছেলের পরিবার প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় মোসাম্মদ রানী (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

রানী ওই উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের রহমানের মেয়ে।

শনিবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানী ও একই এলাকার শাজাহানের ছেলে ইমরান গত একমাস আগে পালিয়ে বিয়ে করে। ফিরে আসার পর ছেলের বাবা রানীকে পূত্রবধু হিসেবে মেনে না নেওয়া সে আত্মহত্যা করেন।

বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বুড়ামজুমদার ইউনিয়ন থেকে রানী নামে একটি মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরেদহটি বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এসআই মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ