শনিবার (০৮ এপ্রিল) দিবাগত রাত থেকে রোববার (০৯ এপ্রিল) ভোর পর্যন্ত সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম জানা যায়, অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল, ২ গ্রাম হোরেইন ও আড়াই’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এছাড়া গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা, আদালতের পরোয়ানাভূক্ত জিআর, সিআর মামলা ও মাদক মামলার আসামিও রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
ওএইচ/