ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
মেহেরপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৫

মেহেরপুর: মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ এপ্রিল) দিবাগত রাত থেকে রোববার (০৯ এপ্রিল) ভোর পর্যন্ত সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম জানা যায়, অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল, ২ গ্রাম হোরেইন ও আড়াই’শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।



এছাড়া গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলা, আদালতের পরোয়ানাভূক্ত জিআর, সিআর মামলা ও মাদক মামলার আসামিও রয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল-হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ