ঢাকা, রবিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বৈশাখের বাজারে কাপল ড্রেস, ফ্যামিলি ড্রেস

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বৈশাখের বাজারে কাপল ড্রেস, ফ্যামিলি ড্রেস কাপল ড্রেস দেখছেন এ যুগল- ছবি- সুমন

ঢাকা: সপ্তাহ শেষেই বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। দিনটি উদযাপনে সবারই কম বেশি প্রস্তুতি রয়েছে। এসব প্রস্তুতির মাঝে কে কী পোশাক নেবেন বা প্রিয়জনকে উপহার দেবেন, তা নিয়েও রয়েছে পরিকল্পনা। 
 
 

স্মার্টফোনের এ যুগে কাপল ড্রেস অর্থাৎ একই রং ও ধরনের ড্রেসই এখন তরুণ-তরুণী বা প্রেমিক-প্রেমিকাদের বেশি পছন্দ। অনেকের পরিবারেও চলছে একই ধরনের পোশাক নেওয়ার পরিকল্পনা।

এসব দিক মাথায় রেখে ব্যবসায়ীরাও এনেছেন যুৎসই বৈশাখী পোশাক।
 
দেশের ফ্যাশন হাউজগুলো এক্ষেত্রে সবসময় এগিয়ে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে তারাও বাজারে এনেছেন ‘কাপল ড্রেস’ ও ‘ফ্যামিলি ড্রেস’। মূলত এ প্যাকেজগুলোর মধ্য দিয়ে একই ধরনের পোশাক অর্থাৎ ম্যাচিং পোশাকই বাজারে এনেছেন তারা।
 
রাজধানীর আজিজ সুপার মার্কেটে ম্যাচিং এসব পোশাকের প্যাকেজগুলোর বেশ কাটতি। কাপল ড্রেসের ক্ষেত্রে কামিজের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়েছে পাঞ্জাবি। কিংবা শাড়ির সঙ্গে ম্যাচিং করে রাখা হয়েছে পাঞ্জাবি।
 
ফ্যামেলি প্যাকেজে রয়েছে ম্যাচিং করা চারজনের পোশাক। এক্ষেত্রে বিষয়টা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, স্বামী-স্ত্রী-ছেলে-মেয়ে একই কাপড়ের একই রঙ ও নকশার পোশাক পাচ্ছেন। এতে পাঞ্জাবির সঙ্গে শাড়ি-কামিজের ম্যাচিং রাখা হয়েছে।
 
সরেজমিন বিভিন্ন ফ্যাশন হাউজ ঘুরে দেখা যায়, সূতি, বেক্সি বয়েল, লিলেন, ধূপিয়ান, এনডি কটন, সিল্ক, তাঁত কটন, খাদি কাপড়ের তৈরি পোশাকগুলোর চাহিদাই বেশি। এক্ষেত্রে কাপল ড্রেস বা প্যাকেজে দাম পড়ছে ২ হাজার ২শ’ টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। আর ফ্যামিলি প্যাকেজের জন্য গুণতে হচ্ছে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। পোশাক পছন্দ করছেন এ ক্রেতা
 
এসব ছাড়াও বাজারে বাহারি রঙ আর নকশার সিঙ্গেল পোশাকও এনেছে ফ্যাশন হাউজগুলো। ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে সাড়ে ৭শ’ টাকা থেকে ১০ হাজার টাকায়। কামিজ পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা থেকে ১২ হাজার টাকায়। শাড়ির দাম রাখা হচ্ছে ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
 
বৈশাখ বাজারে আগতদের মধ্যে তরুণ-তরণীদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা গেছে। তবে বিক্রেতারা বলছেন, এখনো বিকিকিনি জমে ওঠেনি। হয়তো আরো দু’একদিন লাগবে।
 
নোঙ্গর ফ্যাশন হাউজে প্রবেশ করতেই পাওয়া গেল এক কাপলকে। পহেলা বৈশাখ উদযাপনে এ প্রেমিক যুগল ম্যাচিং পাঞ্জাবি-কামিজ খুঁজছেন। এদের একজন বাংলানিউজকে বলেন, ম্যাচিং করে পোশাক না পড়লে কি হয়? তাই দু’জনে একই রঙ বা নকশার কাপড় নেবো।
 
বিক্রয়কর্মী রিপন আহমেদ বলেন, মার্কেটে এখন ভিড়ই নেই। বিক্রিও জমে ওঠেনি। আরো দু’একদিন সময় লেগে যাবে।
 
কে-ক্রাফট এর আজিজ সুপার মার্কেটের ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ বাংলানিউজকে বলেন, কামিজ সবচেয়ে বেশি চলছে। এরপরেই রয়েছে পাঞ্জাবি, শাড়িড়ী ও ফ্যামেলি প্যাকেজ।
 
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ