ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইলেকট্রিক পার্টসের দোকানে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
রাজশাহীতে ইলেকট্রিক পার্টসের দোকানে অগ্নিকাণ্ড

রাজশাহী: রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে বাবু ইলেকট্রিক নামের একটি ইলেকট্রিক পার্টসের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (০৯ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সদর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দোকানের প্রোপাইটার এনামুল হক মিঠু জানান, তার দোকানে সর্ব ধরনের বৈদ্যুতিক পণ্য, সুপার এনামেল তার, কপারওয়ার, লেদার ওয়েটপেপার, নিটু ভার্নিস, ক্যাপাসিটার, ফ্যানের যাবতীয় যন্ত্রাংশ, রেফ্রিজারেশন কমপ্রেসার, থার্মোস্টার গ্যাস, কপার, পাইপ, আইসক্রিম প্লান্টের মালামালসহ এসি, ফ্যানের কয়েলসহ বিভিন্ন মালামাল ছিল।  

শনিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। পরে রাত আড়াইটার দিকে খবর পান যে, তার দোকানে আগুন লেগেছে। এলাকাবাসী সদর দমকল বাহিনীকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  

অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এনামুলের।  

রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মধ্যে কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ