গত শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলের পর বরিশাল থেকে পটুয়াখালী, বাউফল, কুয়াকাটা ও বরগুনা রুটে সরাসরি কোনো বাস চলাচল করছে না। তবে পটুয়াখালী মালিক সমিতির বাস লেবুখালি ফেরির দুমকি পর্যন্ত এবং বরিশাল মালিক সমিতির বাস লেবুখালি ফেরির বাকেরগঞ্জ পর্যন্ত যাত্রী নিয়ে যাচ্ছে।
পরে যাত্রীদের নিজস্ব ব্যবস্থায় ফেরি নয়তো খেয়া দিয়ে পায়রা নদী পার হয়ে অপরপ্রান্তে গিয়ে বাসে উঠে গন্তব্যে যেতে হচ্ছে।
রোববার (০৯ এপ্রিল) সকাল পর্যন্ত এভাবেই যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ডের মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।
তিনি জানান, সরাসরি বাস চলাচল করতে না পারায় লেবুখালি ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদের পক্ষ থেকে শ্রমিকদের বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে।
শ্রমিকরা জানান, যাত্রী তোলাকে কেন্দ্র করে বরিশাল মালিক সমিতির নিউ আমান পরিবহনের সুপারভাইজারকে বৃহস্পতিবার মারধর করে পটুয়াখালী মালিক সমিতির নিউ পর্যটন নামের বাসের স্টাফরা।
পরবর্তীতে নিউ পর্যটন গাড়িটি যাত্রী নিয়ে বৃহস্পতিবার বিকেলে বরিশাল রুপাতরী বাসস্ট্যান্ডে আসলে পূর্ব ঘটনার জেরে ওই বাসের স্টাফদের মারধর করা হয়। এরপর থেকে দুই জেলা শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পাশাপাশি কোনো শ্রমিক ইউনিয়নই এক জেলার বাস অন্য জেলায় চলাচল করতে দিচ্ছে না।
বরিশাল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বিষয়টি সমাধানের জন্য চেষ্টা চলছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শ্রমিক ইউনিয়নের নেতারা পটুয়াখালীতে যাবেন এ বিষয়ে সেখানকার শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলার জন্য।
পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা জানান, এ বিষয়ে মালিক সমিতিকে বাস শ্রমিক নেতারা কিছুই জানায়নি।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/আরআর/জেডএস