ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বিরামপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বিরামপুরে ইয়াবাসহ দুই যুবক আটক

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার হাকিমপুর-ঘোড়াঘাট রেল ক্রসিং এলাকা থেকে ৯০ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (২৮) ও মোস্তফা কামাল (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (০৯ এপ্রিল) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক তরিকুল ইসলাম উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও মোস্তফা কামাল একই উপজেলার খয়েরবাড়ি এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবকরা দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলো। এঘটনায় দিনাজপুর বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ