রোববার (০৯ এপ্রিল) ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক তরিকুল ইসলাম উপজেলার দক্ষিণ শাহবাজপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে ও মোস্তফা কামাল একই উপজেলার খয়েরবাড়ি এলাকার সানোয়ার হোসেনের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক যুবকরা দীর্ঘদিন থেকে ইয়াবার ব্যবসা করে আসছিলো। এঘটনায় দিনাজপুর বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১১।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৭
বিএস