রোববার (০৯ এপ্রিল) সকাল ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গ্রামে বাড়ি কুষ্টিয়া জেলার গোপিনাথপুর গ্রামে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ বাংলানিউজকে জানান, শনিবার (০৮ এপ্রিল) রাতে ডিউটি করার কথা ছিল বিজিবি সদস্য লিংকনের। সকালে তাকে নির্দিষ্ট স্থানে না পেয়ে সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে ক্যাম্পের পাশের গাছে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে বরকল থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসআই