ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
আশুলিয়ায় আন্তঃজেলার ৬ ডাকাত গ্রেফতার

আশুলিয়া, সাভার: আশুলিয়ার মরাগাং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দু’টি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (৯ এপ্রিল) ভোরে আশুলিয়ার মরাগাং ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গড্ডীমারী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামীন (৩০), বর্তমানে তিনি আশুলিয়ার শিমুলিয়ার আমনের বাসার ভাড়াটিয়া।

গাইবান্ধা সদরের পিয়ারাপুর গ্রামের সামছুল আলমের ছেলে পারভেজ হোসেন (২৫), তিনি পলাশবাড়ি এলাকার টিপুর বাসায় ভাড়া থাকতেন।   বগুড়া জেলার ধুপচাচিয়া থানার চামরুল গ্রামের মহসিন তালুকাদের ছেলে নুর মোহাম্মদ ছোটন (২৮) , তিনি আখরাইন বৌবাজার এলাকায় রমজানের বাসায় থাকতেন। মানিকগঞ্জ সদরের রাল্লে গ্রামের ইশার আলীর ছেলে সজীব (২৪), গাজীপুরের জয়দেবপুর থানার কাশিমপুর গ্রামের হেলালের ছেলে রাকিব (২৮), একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. হৃদয় (২৩)।
 
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) অহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে আব্দুল্লাহপুর বাইপাইল সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানো চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৬ জনকে আটক করে।

পরে তাদের কাছ থেকে দু’টি চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে গ্রেফতারকৃত ৬ জন। এছাড়া বাকী ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তারা ঢাকাসহ আশপাশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। তারা বিভিন্ন এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ শেষে সঙ্গবদ্ধভাবে ডাকাতি করে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ