বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সরকার মাহবুব, মুক্তিযোদ্ধা শিল্পী শিবু রায়, গ্যাকো ফার্মাসিউটিক্যালস এর কমার্শিয়াল ম্যানেজার মো. গোলাম মুক্তাদির মুক্তি ও প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুর রহমান আইনী।
শুভেচ্ছা বক্তব্য রাখেবেন সংগঠনের প্রতিষ্ঠাতা এ.কে.এম মোস্তাফিজুর রহমান ও ভাওয়াইয়া অঙ্গন, রংপুর বিভাগীয় শাখার সচিব ও জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী রণজিৎ কুমার রায়।
বিকেল ৪টায় যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ও উপস্থাপনা সম্রাট মাজহারুল ইসলাম এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান। শোভাযাত্রাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আবার শিল্পকলা একাডেমিতে ফিরে আসবে। ঢোল, বাদ্য ও হারমোনিয়ামের সঙ্গে ভাওয়াইয়া গানের সুরের আবেশ একাকার হয়ে রাজপথের বুকে গ্রামীণ আবেশ সৃষ্টি করবে এই শোভাযাত্রা।
ভাওয়াইয়া গান পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, সালমা মোস্তাফিজ,এ.কে.এম মোস্তাফিজুর রহমান,সাজু আহমেদ, লুতু সরকার, রহিমা খাতুন, সাহস মোস্তাফিজ, মনিফা মোস্তাফিজ, মো.সোলায়মান, মো. মোকাদ্দেস আলী, সুলতানা জামান জ্যোৎস্না, ঝর্ণা বিশ্বাস, আঁখি আলম, জ্যোতি রানী এবং রংপুরের শিল্পী রণজিৎ কুমার রায়, মো. আব্দুস সালাম, সৌরভ রায়, অরুণ চন্দ্র বর্মণ, রাকিব ইসলাম ও প্রতিমা রায়।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
জেডএম/