ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

শিল্পকলা একাডেমিতে ভাওয়াইয়া উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
শিল্পকলা একাডেমিতে ভাওয়াইয়া উৎসব

ঢাকা: ভাওয়াইয়া গানের শিক্ষা, সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার বিশেষায়িত জাতীয়ভিত্তিক সংগঠন ভাওয়াইয়া অঙ্গন ৯ এপ্রিল রোববার ১১ বছরে পা রেখেছে। এ উপলক্ষে সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নবম ভাওয়াইয়া উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ও মুক্তিযুদ্ধের শব্দসৈনিক রথীন্দ্রনাথ রায়। উৎসব মঞ্চে ভাওয়াইয়া পদক ২০১৭ গ্রহণ করবেন বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী শরীফা রানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি সরকার মাহবুব, মুক্তিযোদ্ধা শিল্পী শিবু রায়, গ্যাকো ফার্মাসিউটিক্যালস এর কমার্শিয়াল ম্যানেজার মো. গোলাম মুক্তাদির মুক্তি ও প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. তৌফিকুর রহমান আইনী।

শুভেচ্ছা বক্তব্য রাখেবেন সংগঠনের প্রতিষ্ঠাতা এ.কে.এম মোস্তাফিজুর রহমান ও ভাওয়াইয়া অঙ্গন, রংপুর বিভাগীয় শাখার সচিব ও জনপ্রিয় ভাওয়াইয়া শিল্পী রণজিৎ কুমার রায়।

সভাপতিত্ব করবেন সাবেক সচিব ও ভাওয়াইয়া অঙ্গনের প্রধান পৃষ্ঠপোষক আবু আলম মো. শহিদ খান। ধন্যবাদ জ্ঞাপন করবেন সংগঠনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ।
 
বিকেল ৪টায় যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ও উপস্থাপনা সম্রাট মাজহারুল ইসলাম এবং প্রখ্যাত গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান। শোভাযাত্রাটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেসক্লাবে গিয়ে আবার শিল্পকলা একাডেমিতে ফিরে আসবে। ঢোল, বাদ্য ও হারমোনিয়ামের সঙ্গে ভাওয়াইয়া গানের সুরের আবেশ একাকার হয়ে রাজপথের বুকে গ্রামীণ আবেশ সৃষ্টি করবে এই শোভাযাত্রা।
 
ভাওয়াইয়া গান পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, সালমা মোস্তাফিজ,এ.কে.এম মোস্তাফিজুর রহমান,সাজু আহমেদ, লুতু সরকার, রহিমা খাতুন, সাহস মোস্তাফিজ, মনিফা মোস্তাফিজ, মো.সোলায়মান, মো. মোকাদ্দেস আলী, সুলতানা জামান জ্যোৎস্না, ঝর্ণা বিশ্বাস, আঁখি আলম, জ্যোতি রানী এবং রংপুরের শিল্পী রণজিৎ কুমার রায়, মো. আব্দুস সালাম, সৌরভ রায়, অরুণ চন্দ্র বর্মণ, রাকিব ইসলাম ও প্রতিমা রায়।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।