ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বলেশ্বর নদ থেকে মৃত হরিণ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বলেশ্বর নদ থেকে মৃত হরিণ উদ্ধার বলেশ্বর নদ থেকে মৃত হরিণ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদ থেকে মৃত চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় মৃত হরিণটি উদ্ধার করে স্বেচ্ছায় বণ্যপ্রাণী সংরক্ষণ কাজে নিয়োজিত টাইগার টিমের সদস্যরা।

টাইগার টিমের লিডার মো. জাকির মুন্সি জানান, সকালে বলেশ্বরে হরিণটি ভাসতে দেখে নৌকা নিয়ে সেটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তারা এলে হরিণটি তাদের জিম্মায় দেয়া হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সুন্দরবনের খালে জেলেরা মাছ শিকার করার সময় অথবা পাচারকারী চক্র সুন্দরবন থেকে হরিণটি শিকার করে। পরে হরিণটি মারা যাওয়ায় তারা সেটি বলেশ্বরে ফেলে দেয়।

বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার বলেন, হরিণটির চামড়া খুলে সংরক্ষণের জন্য রাখা হয়েছে। আর মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।