টাইগার টিমের লিডার মো. জাকির মুন্সি জানান, সকালে বলেশ্বরে হরিণটি ভাসতে দেখে নৌকা নিয়ে সেটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পাথরঘাটা বনবিভাগের কর্মকর্তারা এলে হরিণটি তাদের জিম্মায় দেয়া হয়।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সুন্দরবনের খালে জেলেরা মাছ শিকার করার সময় অথবা পাচারকারী চক্র সুন্দরবন থেকে হরিণটি শিকার করে। পরে হরিণটি মারা যাওয়ায় তারা সেটি বলেশ্বরে ফেলে দেয়।
বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার বলেন, হরিণটির চামড়া খুলে সংরক্ষণের জন্য রাখা হয়েছে। আর মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসআই