ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে হবে শুরু থেকেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে হবে শুরু থেকেই

ঢাকা: বাইরে থেকে ঢুকে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য মঙ্গল শোভাযাত্রায় শুরু থেকেই অংশ নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

মঙ্গল শোভাযাত্রা বেষ্টনী দিয়ে নিয়ে যাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মঙ্গল শোভাযাত্রায় রাস্তা থেকে কেউ সংযুক্ত হতে পারবে না।

শোভাযাত্রায় থাকতে হলে শুরু থেকে থাকতে হবে। যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়।   যাতে সুন্দরভাবে পালন করতে পারে সেই দিকে আমার খেয়াল রাখছি।
 
“ভেতরে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে বা নাশকতা না করতে পারে -এজন্যই আমার বলেছি শুরু থেকেই আসবে মাঝখানে যাতে কেউ না ঢুকতে পারে। ”

এতে উৎসবে ভাঁটা পড়বে কিনা- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাঁটা পড়বে না। আমরা মনে করি এটা বাঙালির প্রাণের উৎসব, এই উৎসব সর্বাত্মকভাবে পালন হবে। এখানে কোনো ধর্মের বালাই নেই, এখানে কোনো বয়সের বালাই নেই’।

উৎসব ভালোভাবে পালনে গত বছর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বোনাস দেওয়ার কথাও এসময় উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে, এতে সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

হুমকি বা আতঙ্কের বিষয়ে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দারা কাজ করছেন। গোয়েন্দাদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো থ্রেট কিংবা আশঙ্কা বা আতঙ্কের খবর আসেনি। থ্রেট আসুক আর না আসুক আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি’।
 
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমআইএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ