খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান।
সভায় আইন-শৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগরীর আটটি থানায় গত মার্চ মাসে ডাকাতি ১টি, চুরি ১০টি, খুন ১টি, অস্ত্র আইন ১টি, দ্রুত বিচার ১টি, ধর্ষণ ৪টি, নারী ও শিশু নির্যাতন ৩১টি, নারী ও শিশু পাচার ৩টি, মাদকদ্রব্য ১৮১টি এবং অন্যান্য ২৬টিসহ মোট ২৫৯টি মামলা দায়ের হয়েছে।
এর আগের মাস ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১৬১টি।
এছাড়া জেলার নয়টি থানায় মার্চ মাসে ডাকাতি ২টি, রাহাজানি ১টি, চুরি ৩টি, খুন ৪টি, অস্ত্র আইনে ৩টি, ধর্ষণ ৬টি, অপহরণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৩৪টি, নারী ও শিশু পাচার ৫টি ও মাদকদ্রব্য ১২৭টি এবং অন্যান্য আইনে ৮২টিসহ মোট ২৬৮টি মামলা দায়ের হয়েছে।
ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ১৭৮টি।
সভায় জানানো হয়, বর্ষবরণে পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শহরের নিরাপত্তায় সবরকম প্রস্তুতি রয়েছে। পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় দিবসে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রতিটি মসজিদে গণসচেতনতামূলক বক্তব্য রাখার বিষয়ে সভায় মত দেওয়া হয়েছে। ইলিশের সরবরাহ স্বাভাবিক রাখতে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ সরকারের নীতিগত সিদ্ধান্ত। তাই পহেলা বৈশাখে সরকারি কোনো আয়োজনে ইলিশ থাকবে না।
র্যাবের প্রতিনিধি জানান, সম্প্রতি দু’শ’ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং ১০ হাজার জাটকা আটক করা হয়। মার্চে ভেজাল খাদ্র্যদ্রব্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত তিনটি অভিযানে তিন মামলায় তিনজন আসামির কাছ থেকে মোট ১০ হাজার সাতশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সভাপতি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগত সিদ্ধান্ত, সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শুধু অর্থদণ্ড যথেষ্ট নয়, তবে কোনো নিরাপরাধ ব্যক্তি যেন শাস্তি না পান।
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন, উপ-পুলিশ কমিশনার (নর্থ), পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৠাব প্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমআরএম/জেডএস