রোববার (০৯ এপ্রিল) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি রাধা রাণী বর্মনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- দলের সহ-সভাপতি সুমন কুমার বর্মন, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় বর্মন, দফতর সম্পাদক ওসমান গণি মুন, প্রচার-প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, স্কুল বিষয়ক সম্পাদক সুমি রায়, সাজেদুর রহমান সাজেদ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা দেশের মানুষের মৌলিক অধিকার। এ অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো ভাবেই রাষ্ট্র এ দায়িত্ব অস্বীকার করতে পারে না।
শিক্ষা কোনো বাজারি পণ্য নয় যে যার যেমন টাকা তিনি তেমন ভাবে পণ্যের মত করে কিনবেন। তাই শিক্ষা নিয়ে অর্থমন্ত্রীর এহেন বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।
পাশাপাশি এ ধরনের বক্তব্যের জন্য তার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমবিএইচ/বিএস