ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যৌনকর্মীসহ আটক ৫০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
গাজীপুরে যৌনকর্মীসহ আটক ৫০ আটক যৌনকর্মী ও খদ্দের

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে যৌনকর্মী ও খদ্দেরসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৯ এপ্রিল) দুপুরে ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন এ অভিযানের নেতৃত্বে দেন।  

বাংলানিউজকে তিনি জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদের নির্দেশে সিটি করপোরেশনের এলাকা চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে।

এ সময় চান্দনা চৌরাস্তার শাপলা, রাজধানী ও রোজগার্ডেন আবাসিক হোটেল থেকে যৌনকর্মী ও খদ্দেরসহ ২৭ জনকে আটক করা হয়। পরে কোনাবাড়ি এলাকায় আরও পাঁচটি আবাসিক হোটেল থেকে ২৩ জনকে আটক করা হয়। এ অভিযানে নারী ও পুরুষ মিলিয়ে ৫০ জনকে আটক করা হয়েছে।
আটক যৌনকর্মী ও খদ্দের
এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের অন্যান্য হোটেল থেকে বাকিরা পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই মো. জাকির হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরএস/‌এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।