শনিবার (০৮ এপ্রিল) দিনগত রাতে পাবনা ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (০৯ এপ্রিল) দুপুরে র্যাব-১২ কমান্ডিং অফিসার (সিও) সাহাবুদ্দিন আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরদীর পূর্বটেংরী শেরশাহ রোড এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মানিকুজ্জামান সুমন ওরফে মানিক (৪২), গোকুলনগর এলাকার মৃত মনজিল সরদারের ছেলে মোখলেছ সরদার (২৪), ভেলুপাড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩৫) ও কুষ্টিয়ার ভেড়ামারা সদর উপজেলার ক্ষেমিরদিয়া মুন্সীপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফারুক হোসেন তুহিন (৪০)।
সংবাদ সম্মেলনে সাহাবুদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ৠাব ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগজিন, ছয় রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, একটি ইজিবাইক, ১২টি মেবাইল ফোন ও ডাকাতির করার জন্য বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি