মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণের প্রস্তুতি চলছে। পাশাপাশি আয়োজন চলছে বৈশাখী মেলারও।
বরিশালে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন চারুকলা-উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিল্পীরা। আবহমান বাংলার সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতেই তাদের এ ব্যস্ততা।
চারুকলা বরিশালের আয়োজনে ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এবারে আগাম প্রস্তুতি চলছে। বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে চারুকলার অস্থায়ী কার্যালয়ে চারুকলার শিক্ষার্থী, সংগঠক ও শিল্পীরা নতুন করে তৈরি করছেন কৃত্রিম কুমির, হাতিসহ বিভিন্ন মুখোশ, রাখি ও মুকুট।
মঙ্গল শোভাযাত্রা-১৪২৪ আয়োজনের সমন্বয়ক সারতিজ রিদওয়ান অয়র জানান, সবকিছু ঠিক থাকলে পহেলা বৈশাখ সকাল ৭টায় সিটি কলেজ মাঠের মঞ্চে শুরু হবে চারুকলার আয়োজনে বৈশাখ বরণের দুই দিনব্যাপী কর্মসূচি।
সেখানে সঙ্গীত পরিবেশন করবেন প্রান্তিক সংগীত গোষ্ঠী ও নজরুল সাংস্কৃতিক জোট। এরপর গুণীজন ও মুক্তিযোদ্ধাদের রাখি পড়ানো ও সন্মাননা প্রদান করা হবে। এরপর ৭টা ৫৯ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে নগর প্রদক্ষিণ করা হবে। চারুকলার ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারে শোভাযাত্রার সম্মুখভাগে ২৫ জন দলিত হরিজন নারী থাকবেন।
তিনি বলেন, এর আগে আয়োজন সীমিত হলেও এখন শোভাযাত্রায় যোগ দিতে ভিড় করেন নগরীর হাজার হাজার মানুষ। নারী-পুরুষ, তরুণ-তরুণী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সামিল হন বর্ণিল এ মঙ্গল শোভাযাত্রায়।
তিনি আরো বলেন, শোভাযাত্রা শেষে বরিশাল সিটি কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীসহ লোকজ সংস্কৃতির প্রদর্শনীও থাকছে। পহেলা বৈশাখ ও তার পরদিন সন্ধ্যায় আয়োজন করা হয়েছে কবিগান, বাউলগান, নৃত্যানুষ্ঠান, নাটকসহ নানা আয়োজন। তবে এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ পুতুল নাচ দেখাতে আসছে। দ্বিতীয় দিন সন্ধ্যায় পুতুল নাচ দেখানো হবে।
চারুকলার পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠী প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবারও নানা অনুষ্ঠানের আয়োজন করছে। উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ বর্ষবরণ উপলক্ষে ব্রজমোহন বিদ্যালয় মাঠে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
উদীচী বরিশাল জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন শাহেদ জানান, অনুষ্ঠানমালার মধ্যে পহেলা বৈশাখ সকাল সাড়ে ৬টায় রয়েছে প্রভাতী অনুষ্ঠান। প্রভাতী অনুষ্ঠানের পরপরই রয়েছে রাখি বন্ধন, ঢাক উৎসব ও ৮টায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা ব্রজমোহন বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নগর প্রদক্ষিণ শেষে আবার ব্রজমোহন বিদ্যালয় মাঠে এসে শেষ হবে। সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি ১ থেকে ৩ বৈশাখ পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। সেখানে প্রতিদিন সন্ধ্যায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এদিকে পহেলা বৈশাখে জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা কর্মসূচির আয়োজন চলছে।
তিনদিনের বৈশাখী উৎসবের আয়োজন করেছে বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটার। সাংগঠনিক সম্পাদক মিথুন সাহা জানান, বর্ষবরণ আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে শব্দাবলীর বৈশাখী উৎসবে থাকবে লোকজ ও বাউলের সঙ্গীত পরিবেশন।
বর্ষবরণ উপলক্ষে নগরের প্লানেট পার্কেও মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি জেলার প্রতিটি উপজেলাতে রয়েছে বৈশাখী মেলার আয়োজন।
বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বরিশাল মহানগর ও জেলা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/আরআর/বিএস