রোববার (০৯ এপ্রিল) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার শাখারিয়া বাড়ইপাড়ার রাজিব প্রামাণিকের ছেলে ট্রাকের সহকারী পাভেল (২০), একই এলাকার আব্দুস সামাদের ছেলে জাহাঙ্গীর (৩৫)।
আহতরা হলেন- একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে নিলু (৩০) ও মজনু প্রামাণিকের ছেলে শাকিল (২৫)। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।
ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নওগাঁ থেকে বগুড়ার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস অপর একটি বালুবোঝাই ট্রাকের পেছন থেকে সজোরো ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। শজিমেকে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আহত দুইজন বর্তমানে শজিমেকে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান টিএসআই আশুতোষ।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমবিএইচ/জিপি/বিএস