রোববার (০৯ এপ্রিল) বেলা সোয়া ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ডের (বরিশাল-পটুয়াখালী মিনিবাস) মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন।
তিনি জানান, সকালে বরিশাল থেকে বাস শ্রমিক ইউনিয়নের নেতারা পটুয়াখালীতে যান।
সার্বিক সবকিছু সুন্দরভাবে শেষ হওয়ায় বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল শুরু হয়।
রুপাতলী বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বেলা পৌনে ৩টা থেকে বরিশাল থেকে পটুয়াখালী, বাউফল, গলাচিপা, কুয়াকাটা ও বরগুনাগামী বাস ফেরি পার হয়ে সরাসরি গন্তব্যে যাচ্ছে। একইসঙ্গে পটুয়াখালী ও জেলার বিভিন্ন অঞ্চলের গাড়ি সরাসরি বরিশালে যাত্রী নিয়ে যাচ্ছে।
শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার (০৭ এপ্রিল) বিকেলের পর বরিশাল থেকে বরিশাল-পটুয়াখালী রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পটুয়াখালী, বাউফল, কুয়াকাটা, বরগুনা ও এসব রুট থেকে বরিশালে সরাসরি কোনো বাস চলাচল করতে পারেনি।
তবে এসময় পটুয়াখালী মালিক সমিতির বাস লেবুখালি ফেরির দুমকি প্রান্ত পর্যন্ত এবং বরিশাল মালিক সমিতির বাস লেবখালি ফেরির বাকেরগঞ্জ প্রান্ত পর্যন্ত যাত্রী নিয়ে গেছে। পরে যাত্রীরা নিজস্ব উপায়ে ফেরি নয়তো খেয়া দিয়ে পায়রা নদী পাড় হয়ে অপর প্রান্তে গিয়ে বাসে উঠে গন্তব্যে যান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএস/জেডএস