রোববার (৯ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার দারিকামারি এলাকায় এ ঘটনা ঘটে। সজিব উপজেলার এম আর কলেজ রোড এলাকার দোকড়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও কাজীপাড়া গ্রামের বাসিন্দা।
পঞ্চগড় থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বাংলানিউজকে জানান, সকাল থেকেই তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় ট্রাক্টর চালাতে গিয়ে দুর্বলতার কারণে গাড়ি থেকে পড়ে যান।
এ সময় পেছনের চাকা তার মাথার উপর দিয়ে গেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসআরএস/এএ