ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের মন্ত্রণালয় ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের মন্ত্রণালয় ঘেরাও পোশাক শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় ঘেরাও, ছবি: বাংলানিউজ

ঢাকা: বকেয়া বেতন-ভাতার দাবি ও বেআইনিভাবে চাকরিচ্যুতের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয় ঘেরাও ও সমাবেশ করেছে গাজীপুরের শুচিওন কোম্পানি বিডি লি. গার্মেন্ট শ্রমিকরা।

রোববার (০৯ এপ্রিল) দুপুরে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলের মাধ্যমে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করে।

এ সময় তারা দাবি আদায়ে নানা  স্লোগান দেন।

এছাড়া শ্রম মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা দেন।

সমাবেশে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার বলেন, একজন মালিক ছোট একটি কারখানা থেকে হাজার কোটি টাকার মালিক হয়। কিন্তু শ্রমিক সারা জীবন শ্রমিক থেকে যায়। যাদের শ্রমে অর্থনীতির চাকা ঘুরে তারা সারা জীবন বঞ্চিত হয়। শ্রমের মূল্য পায়না।

তিনি বলেন, মলিকপক্ষ কথা রাখেনি। তারা ৩০৮ জন শ্রমিকের বেতন ভাতা পরিশোধ না করে বে-আইনিভাবে চাকরিচ্যুত করেছে। আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম করে যাবো।

সমাবেশে গার্মেন্টস কর্মী মালেকা বানু ও মমতাজ জানান, মালিক তাদের কোনো কিছু না জানিয়ে ও বকেয়া বেতন-ভাতা না নিয়ে ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেয়।
তারা আরো বলেন, দাবি আদায়ের জন্য তারা রাজপথে নেমেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।

সমাবেশে  উপস্থিত ছিলেন- ফেডারেশনের সহ-সভাপতি ফারুখ খান, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মো. রফিকসহ চাকুরিচ্যুত শ্রমিকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরএটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ