ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিবিরকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিবিরকর্মী কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে পোস্ট করায় শিবিরকর্মী শাহেদ আলীকে (২৫) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (০৮ এপ্রিল) রাতে হাজিরহাট থেকে শাহেদ আলীকে গ্রেফতার করে পুলিশ।

শাহেদ উপজেলার চর ফলকন গ্রামের ইমান আলীর ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে তার ফেসবুকের ওয়ালে পোস্ট করে প্রচার করেন শাহেদ। এ ঘটনায় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়।

আটক শাহেদ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান আকুল চন্দ্র বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ