রোববার (৯ এপ্রিল) দুপুরে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা গ্রামের মৃত রশিদুল ইসলামের ছেলে ও পেশায় একজন কাঠ মিস্ত্রি।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিল। এসময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
জেডএম/