রোববার (৯ এপ্রিল) সকালে পৌর শহরের প্রধান সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম ফারুক হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, সাংবাদিক মিজানুর রহমান মিজু, কৃষকলীগ নেতা মজিবর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, পৌর ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও ইউপি সদস্য ছগির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা সোবাহান হাওলাদার হত্যায় জড়িত তার ফুফাতো ভাই মন্টু মোল্লাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি না করে সন্দেহজনকভাবে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকালে ওই এলাকার পুকুরে সোবাহান হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২ এপ্রিল রাত সাড়ে ৮টায় অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোনে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এ ঘটনায় নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে গত বুধবার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বৃহস্পতিবার মন্টু মোল্লাকে উপজেলার নলী জয়নগর গ্রাম থেকে আটক করে।
মঠবাড়িয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী শাহ্ নেওয়াজ জানান, বাদীর অভিযোগের ভিত্তিতেই মামলা রেকর্ড করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ