নেত্রকোনায় ৩ মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোনা: নেত্রকোনা শহরে ইয়াবা-হেরোইন বিক্রি করার সময় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (০৯ এপ্রিল) দুপুরে শহরের কাটলী এলাকা তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- প্রয়াত আমিরুল ইসলাম খানের ছেলে মো. শরীফুল ইসলাম খান (৪৫), শুকুর মাহমুদের ছেলে মো. সোনা মিয়া (৪৬) ও সোহেল মিয়ার মেয়ে মিনহাজ আক্তার সমাপ্তি (২০)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার বাংলানিউজকে বলেন, আটকের সময় ওই তিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭১ গ্রাম হেরোইন ও ১৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।