ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু এলাকা পরিদর্শন করলেন সৌদি প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
পদ্মা সেতু এলাকা পরিদর্শন করলেন সৌদি প্রতিনিধি দল পদ্মা সেতু এলাকা পরিদর্শন করছেন সৌদি প্রতিনিধি দল

মুন্সীগঞ্জ: সৌদি আরবের মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট  জেনারেল শায়খ ড. মুহাম্মদ বিন নাসের আল খুযাইম ও মদীনা শরীফের মসজিদে নববীর খতীব শায়খ ড. আব্দুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম পদ্মা সেতু এলাকা পরিদর্শন করেছেন।

রোববার (৯ এপ্রিল) নৌ পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে জাহাজে চড়ে তারা পদ্মা সেতু এলাকার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে দেখেন।

দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বিআইডব্লিউটিসির জাহাজ মধুমতিতে চড়ে এ ভ্রমণ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন ও ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমান।

তিন ঘণ্টাব্যাপী ভ্রমণ সময়ে বিদেশি অতিথিদের উদ্দেশে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ফাউন্ডেশন। এসময় দেশ সেরা শিল্পীরা হামদ ও নাত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ