ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

পরিবার পরিকল্পনার গোডাউনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
পরিবার পরিকল্পনার গোডাউনে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি লোগো

ঢাকা: রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গোডাউনে (পণ্যাগারে) আগুন লাগার ঘটনায় সাত সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কলাণ বিভাগের যুগ্মসচিব মো. আব্দুল মালেককে আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. সমির কান্তি সরকার, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্বাস্থ্য উইং) খায়রুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক সমরেন্দ্রনাথ বিশ্বাস এবং সদস্য সচিব স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগের উপসচিব মো. ফয়সাল শাহ।

কমিটিকে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএন/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ