রোববার (০৯ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের সরদারপাড়া পাগলার মোড় এলাকার আনোয়ারুল ইসলাম ও মমিনুল ইসলামের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দিনাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে শহরের সরদারপাড়া পাগলার মোড় এলাকায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সৃষ্টি হয়।
তিনি বলেন, টিনসেড বাড়ি হওয়ায় আগুন পাশের ঘরে ছড়িয়ে পড়ে। ঘনবসতি হওয়ায় বিদ্যুৎ ও ডিস লাইনের তার থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে আধ ঘণ্টা সময় লেগেছে। আগুনে ৪টি বসতঘরের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় দেড় লক্ষধিক টাকার মালামাল পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ০৯ ২০১৭
বিএস