ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিয়া উদ্দিন (৩৭) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া মোড়ে হামিম পরিবহনের একটি বাস সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে  ঘটনাস্থলেই চালক জিয়া উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।