ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উকরা সিং মারমা নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোববার (০৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উকরা সিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকায়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার সকালে কলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যান তিনি। তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, অনেকেই বলছেন তিনি আত্মহত্যা করেছেন। তবে নিশ্চিত না হয়ে এ বিষয়ে বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, বিষয়টি জরুরি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্টর ড. মো. জাহিদুল কবীরকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোহেল রানাকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ উদঘাটন পূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ