ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

মধুপুর উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন নির্মাণ উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
মধুপুর উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন নির্মাণ উদ্বোধন মধুপুর উপজেলা প্রশাসনের সম্প্রসারিত ভবন নির্মাণ উদ্বোধন

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলা চত্বরে নির্মাণ কাজের উদ্বোধন করেন অর্থবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, পৌরমেয়র মাসুদ পারভেজ, হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজ উদ্বোধনের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চার কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও একটি হলরুম নির্মাণ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ