রোববার (০৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি এ অভিযান পরিচালনা করেন।
আব্দুল্লাহ আল জাকি বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও নোংরা পরিবেশে কফি বানানোর অভিযোগে কান্ট্রি স্টাইল কফি হাউজকে ৫০ হাজার টাকা, পুলসিরাত বেকারিকে ৩০ হাজার ও প্রাণ প্রিয় বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও একই আইনে মূল্য তালিকা না খাকার কারণে আশরাফুল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
এসআরএস/এমজেএফ