ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৪ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
না’গঞ্জে ৪ দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চারটি খাবারের দোকানকে অস্বাস্থ্যকর খাবার, নোংরা পরিবেশ ও খাদ্যের মূল্য তালিকা না থাকার কারণে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল জাকি এ অভিযান পরিচালনা করেন।

আব্দুল্লাহ আল জাকি বাংলানিউজকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও নোংরা পরিবেশে কফি বানানোর অভিযোগে কান্ট্রি স্টাইল কফি হাউজকে ৫০ হাজার টাকা, পুলসিরাত বেকারিকে ৩০ হাজার ও প্রাণ প্রিয় বিরিয়ানি হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও একই আইনে মূল্য তালিকা না খাকার কারণে আশরাফুল বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।