ঢাকা, রবিবার, ২৬ মাঘ ১৪৩১, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ শাবান ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় শেষ হলো হনুমান পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৭
কোটালীপাড়ায় শেষ হলো হনুমান পূজা হনুমান পূজায় শোভাযাত্রা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো হনুমান পূজা। রোববার (৯ এপ্রিল) দিনভর নানা আয়োজনে হাজার হাজার ভক্তের পূজা-অর্চনা আর নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়।

কোটালীপাড়ার কান্দি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বিগত কয়েক বছর ধরে এ পূজার আয়োজন করে আসছেন। এতে শুধু কান্দি ইউনিয়নই নয় আশপাশের বিভিন্ন ইউনিয়নের অন্ততঃ ১০ হাজার ভক্তের আগমনে মুখরিত হয় পূজা প্রাঙ্গণ।

হনুমান পূজায় পূন্যস্নান করছেন নারী-পুরুষসকাল সাড়ে ৭টায় পূজা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। এসময় লাল পাড়ের হলুদ শাড়ি পরে নারীরা আর কলাপাতা রংয়ের গেঞ্জি পরে পুরুষরা প্রায় ৯ কিলোমিটার রাস্তা শোভাযাত্রা নিয়ে সালদা নদীতে গিয়ে পূন্যস্নান করে। সেখানে অনুষ্ঠিত নানা আয়োজনে অংশ নেন হনুমান ভক্তরা।

রাতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো এই হনুমান পূজা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ০৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।